মুশফিকের সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ৩৮৮ রান

সেঞ্চুরি করার পর মুশফিকের উচ্ছ্বাস

ছবির উৎস, AP

ছবির ক্যাপশান,

সেঞ্চুরি করার পর মুশফিকের উচ্ছ্বাস

হায়দ্রাবাদে বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচের চতুর্থ দিনে বাংলাদেশ খেলা শুরু করে হাতে চারটি উইকেট নিয়ে। তৃতীয় দিনশেষে তাদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩২২ রান।

তবে অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাটিং লড়াইয়ের পরও বাংলাদেশ ৩৮৮ রানে অলআউট হয়ে গেছে চতুর্থ দিনের প্রথম সেশনেই।

মুশফিকুর রহিম ২৬২ বল খেলে ১২৭ রান সংগ্রহ করেন, তাঁর উইকেটটি নেন রাভিচন্দ্র অশ্বিন। ফলে চারশোর আগেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।

আজ দিনের প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ।

ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হন মেহেদি হাসান মিরাজ।

গতকাল সংগ্রহ করা ৫১ রানের সঙ্গে আর কোনো রান যোগ না করেই আজ আউট হয়ে যান মিরাজ।

এরপর তাইজুলকে আউট করেন উমেশ যাদব।

সতীর্থরা আউট হলেও মুশফিক শক্তভাবেই খেলে যাচ্ছিলেন। ২৩৫ বলে ১২টি চার ও একটি ছয়ে সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিকুর রহিম। টেস্টে মুশফিকের সংগ্রহে এটি পঞ্চম শতক।

এরপর নবম উইকেটে ভালোই খেলছিলেন পেসার তাসকিন আহমেদ। ৩৫ বলে ৮ রান করে রবীন্দ্র জাদেজার বলে ক্যাচ আউট হয়ে যান তাসকিন।

বাংলাদেশ ফলো অন এড়াতে পারবে কিনা এ প্রশ্ন কাল থেকেই চলছিল।

বাংলাদেশ ৩৮৮ রান করার পর আজ ভারত দ্বিতীয় ইনিংসেও ব্যাট করতে নেমেছে। যদিও ফলোঅন এড়ানোর জন্য বাংলাদেশের আজ দিনের অর্ধেক সেশন খেলতে হতো বা ৩২২ রানের সঙ্গে আরও ১৬৬ রান যোগ করতে হতো। এমনটি না ঘটলেও ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

এখন দেখার বিষয় ম্যাচটা বাংলাদেশ ড্র করতে পারে কিনা।

আরও পড়তে পারেন: