লন্ডনের বাংলা নাট্যনির্দেশক মুকুল আহমেদ

লন্ডনের বাংলা নাট্যনির্দেশক মুকুল আহমেদ

এ সপ্তাহের সাক্ষাৎকারে এই পর্বে বিবিসি বাংলার অতিথি লন্ডনে বাংলা থিয়েটার জগতের একজন সুপরিচিত ব্যক্তিত্ব নাট্যপরিচালক মুকুল আহমেদ।

মুকুল আহমেদ ১৯৯০এর দশকে লন্ডনে প্রথম নাটকের সাথে জড়িত হন 'হাফ মুন' নামে একটি থিয়েটারের প্রযোজনা 'রোমিও এন্ড জুলিয়েটে' অভিনয়ের সূত্রে্ ।

এর পর তিনি লন্ডনের কমিউনিটি থিয়েটার, এবং ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব থিয়েটার্স-এর সাথে জড়িত হন।

লন্ডন বিশ্ববিদ্যালয়ে নাটক পরিচালনার ওপর দু'বছরের একটি কোর্সও করেন।

মুকুল আহমেদ ২০০৭ সালে ইংরেজি-বাংলা মিলিয়ে বেহুলার পালা নামে একটি দ্বিভাষিক নাটক পরিচালনা করেন। এর পর শেক্সপিয়ারের রোমিও-জুলিয়েট অবলম্বনে একটি নিরীক্ষাধর্মী নাটকও পরিচালনা করেন তিনি।

এখন তিনি একজন পেশাদার নাট্যনির্দেশক।

বর্তমানে তিনি এক সঙ্গে দুটি প্রযোজনা মঞ্চায়নের জন্য তৈরি করছেন। একটি হচ্ছে বাংলার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনভিত্তিক তৈরি একটি অপেরা। অপরটি ভারতে প্রথম যে গায়িকার গান রেকর্ড হয়েছিল - সেই গায়িকা গওহরজানকে নিয়ে।

লন্ডনে বাংলা নাটক প্রযোজনার জগত সম্পর্কে মুকুল আহমেদ বলেন, এখানে অনেক প্রতিভা্বান অভিনেতা-অভিনেত্রী আছে। কিন্তু প্রবাসী বাঙালি সমাজের মধ্যে থিয়েটারের টেকনিক্যাল বিষয়ে দক্ষ কলাকুশলীর খুব অভাব।

ভবিষ্যতে তার দুটি প্রযোজনার পরিকল্পনা আছে - একটি রাবেয়া বসরীকে নিয়ে, অপরটি সৈয়দ শামসুল হকের উপন্যাস 'তুমি সেই তরবারি' নিয়ে।

ভবিষ্যতে কোন এক সময় চলচ্চিত্রের কাজ করার ইচ্ছে আছে মুকুল আহমেদের - 'কিন্তু এখনো আমি তার জন্য তৈরি নই' - বলেন তিনি।