মাতৃভাষায় বই পড়ছে ক্ষুদ্র জনগোষ্ঠীর শিশুরা

মাতৃভাষায় বই পড়ছে ক্ষুদ্র জনগোষ্ঠীর শিশুরা

বাংলাদেশে এই প্রথমবারের মত ক্ষুদ্র জাতিসত্তার জনগোষ্ঠীর শিশুদের মাতৃভাষায় পড়াশোনার জন্য বই বিতরণ করেছে সরকার।

আপাতত চাকমা, মারমা, ত্রিপুরা, গারো এবং সাদ্রি ভাষায় প্রাক-প্রাথমিক পর্যায় একটি করে বই দেয়া হয়েছে যেখানে রয়েছে শুধু বর্ণমালা আর সংখ্যা।

ভাষার জন্যে ১৯৫২ সালে লড়েছিল বাংলাদেশ। কিন্তু স্বাধীনতার পর ৪৬ বছর পেরিয়ে গেছে দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর মাতৃভাষায় পড়াশোনার সুবিধা সৃষ্টিতে।

কেমন চলছে স্কুলে শিশুদের মাতৃভাষায় বই পড়া ?

তা দেখতে বিবিসি বাংলার শাহনাজ পারভীন গিয়েছিলেন পার্বত্য জেলা রাঙ্গামাটিতে।