সিঙ্গাপুরের আকাশে হঠাৎ বহু রঙের দুর্লভ মেঘ

ছবির উৎস, ZHOU GUANG PING
সিঙ্গাপুরের আকাশে 'ফায়ার রেইনবো'
সিঙ্গাপুরের আকাশে সোমবার বিকেলে এক দুর্লভ ধরণের বহুরঙা মেঘ দেখা গেছে
স্থানীয় পত্রপত্রিকা বলছে, এটা সম্ভবত ছিল যাকে বলা হয় 'আগুনে-রংধনু' বা ফায়ার রেইনবো । আকাশে বরফ-স্ফটিকের মেঘ তৈরি হলে এবং তাতে সূর্যের আলো পড়লে এই বিশেষ ধরণের রংধনু সৃষ্টি হয়।
তবে অন্য অন্য অনেকে বলেছেন বায়ুমন্ডলে পানির কণা বা স্ফটিক থেকে আলো ছিটকে পড়েও এমনটা হতে পারে।
নগর-রাষ্ট্রটির বাসিন্দাদের মোহিত করেছে এই বহুবর্ণিল মেঘ - যা দেখা গেছে মাত্র ১৫ মিনিটের জন্য।
একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, শুরুতে এটা ছিল কমলা রঙের একটা বৃত্তের মতো, কিন্তু তার পরএটা ক্রমশ আরো বড় হতে লাগলোএবং অন্য আরো নানা রঙ ফুটে উঠতে শুরু করলো।
ছবির উৎস, ZHOU GUANG PING
অনেকেই এর ছবি সামাজিক যোগাযোগ সাইটগুলোয় পোস্ট করেন
স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে বড়রা পর্যন্ত সবাই এটা দেখে উদ্দীপ্ত হয়ে ওঠেন।
কারণ এরকম নানা রঙের মেঘ দেখতে পাওয়াটা খুবই দুর্লভ ঘটনা।
অনেকেই সামাজিক যোগাযোগ ওয়েবসাইটে এর ছবি দিতে থাকেন।