টেকনাফে নাফ নদীতে গুলি: রোহিঙ্গা নারী নিহত, আহত আরও চার, ইয়াবা উদ্ধার

ছবির উৎস, MUNIR UZ ZAMAN
নাফ নদীতে বিজিবি পাহারা
বাংলাদেশের কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিজিবির সাথে গুলি বিনিময়ে ১ রোহিঙ্গা নারী নিহত ও আরও চারজন আহত হয়েছে।
নিহত ও আহতদের মধ্যে একজন ছাড়া বাকী সবাই মিয়ানমারের রাখাইনের মণ্ডূর অধিবাসী।
টেকনাফের ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ বিবিসিকে জানান আহতদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তিনি জানান রাতে একটি নৌকায় করে তারা টেকনাফ ছেড়ে যাচ্ছিলো। এসময় বিজিবি তাদের চ্যালেঞ্জ করলে তারা গুলি করতে শুরু করে। পরে বিজিবিও পাল্টা গুলি করে।
এ ঘটনায় জাহেদা নামে এক নারী নিহত হয়েছে এবং তার কাছেও ইয়াবা পাওয়া গেছে।
ছবির উৎস, Google
বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দিয়ে বয়ে গেছে নাফ নদী
স্থানীয় সাংবাদিক তোফায়েল আহমেদ বিবিসিকে জানান আহতরা হলেন রশিদা, নজুমা,আবুল কাশেম ও শফিক আহমেদ।
এর মধ্যে শুধু শফিক আহমেদ বাংলাদেশের নাগরিক।
আহতদের টেকনাফ স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়েছে বলেন পুলিশ জানিয়েছে।
টেকনাফের এ এলাকা দিয়ে ইয়াবা পাচার হয় বলে অভিযোগ রয়েছে।
প্রায়ই বিজিবির অভিযানে ইয়াবা ধরা পড়ার ঘটনা ঘটে।
আরও পড়ুন :