চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে লড়বে রেয়াল মাদ্রিদ আর এটলেটিকো, অন্যদিকে মোনাকো আর জুভেন্টাস
যে এটলেটিকো আর রিয়াল মাদ্রিদ গতবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছে - এবার তাদের কোন একটিকে বিদায় নিতে হবে সেমিফাইনাল পর্বেই।
নাটকীয় কোয়ার্টার ফাইনাল পর্বের পর চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের ড্র- হয়ে গেল কয়েকদিন আগে। খেলতে হবে দু'বার করে, হোম-এ্যান্ড-এ্যাওয়ে ভিত্তিতে।
এটলেটিকো আর রিয়ালের প্রথম সেমিফাইনাল বুধবার ২রা মে, আর দ্বিতীয়টি হবে ১০ই মে।
এ ছাড়া জুভেন্টাস আর মোনাকো খেলবে মে মাসের ৩ আর ৯ তারিখে।
এই চারটি দলের মধ্যে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে সবচেয়ে বেশি, মোট ১১ বার ।
জুভেন্টাস শিরোপা জিতেছে দুবার, রানার্স আপ হয়েছে ৬ বার।
এটলেটিকো মাদ্রিদ তিনবার ফাইনাল খেললেও শিরোপা জিততে পারে নি, তিনবারেই রানার্স আপ হয়েছে।
আর মোনাকো ফাইনাল খেলেছে মাত্র ১ বার। ২০০৪ সালের ফাইনালে জোসে মুরিনিওর পোর্তোর কাছে হেরেছিল তারা।
সুতরাং শক্তি আর অতীত রেকর্ডের বিচারে রিয়াল মাদ্রিদ বাকি সবার চাইতে এগিয়ে।
তাহলে কি নিশ্চিতভাবেই তারাই আরেকবার ফাইনালে যাচ্ছে? এ্যাটলেটিকোর সম্ভাবনা কতখানি।
এ নিয়ে কথা বলেছেন লন্ডন থেকে ফুটবল বিশ্লেষক মিহির বোস।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল
জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি টুনামেন্টে বাংলাদেশের দল ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ পড়েছে শক্ত গ্রুপ 'এ' তে। সেখানে আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।
বাংলাদেশের খেলাগুলো পড়েছে জুনের ১ তারিখ ইংল্যান্ডের বিরুদ্ধে, ৫ তারিখ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আর ৯ তারিখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
প্রতি গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালে উঠবে। বাংলাদেশ সাম্প্রতি সময়ে বেশ ভালো খেলছে, শ্রীলংকার মাটিতে টেস্ট এবং একদিনের সিরিজ ড্র করার পর অনেকেই আশাবাদী যে এ টুর্নামেন্টে একটা ভালো কিছুই হয়তো করতে পারবে বাংলাদেশ।
চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, ইমরুল কায়েস, শফিউল ইসলাম, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হেসেন, মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম। স্ট্যান্ডবাই: নাসির হোসেন, নুরুল হাসান, শুভাশিস রায়, মোহাম্মদ সাইফউদ্দিন।
চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচন নিয়ে বরাবরের মতোই কিছু সমালোচনা হয়েছে, তবে তার পরও ক্রিকেট বিশ্লেষক এবং সাবেক বাংলাদেশে দলের অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বলছিলেন, মোটামুটি সেরা দলকেই বেছে নিয়েছেন বাংলাদেশের নির্বাচকরা।
এবারের মাঠে ময়দানেতে শুনবেন বাংলাদেশ দল নিয়ে তার বিশ্লেষণ।