বাংলাদেশে ভাঙচুর , জ্বালাও-পোড়াও ইত্যাদির সাজা পাঁচ থেকে বাড়িয়ে সর্বোচ্চ সাত বছর করা হচ্ছে

ছবির উৎস, Focus Bangla
ঢাকায় সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই আইনের খসড়াটি অনুমোদিত হয়।
বাংলাদেশের সরকার যানবাহন ভাঙচুর, জ্বালাও-পোড়াওসহ নানা ধরনের অপরাধে সাজার মেয়াদ বৃদ্ধি করে দ্রুত বিচার আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই আইনের খসড়াটি অনুমোদিত হয়।
এই সংশোধনে সাজার মেয়াদ সর্বোচ্চ পাঁচ থেকে দুই বছর বাড়িয়ে সর্বোচ্চ সাত বছর করার প্রস্তাব করা হয়েছে।
বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের আমলে ২০০২ সালে এই আইনটি তৈরি করা হয়।
বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সে সময় এই আইনের বিরোধিতা করে বলেছিল, বিরোধীদলকে দমন করার জন্যই এটি তৈরি হয়েছে।