'হামলাকারীরা ইরানী তবে আইএসে যোগ দিয়েছিলো'

ছবির উৎস, Getty Images
কর্মকর্তারা বলছেন হামলাকারীরা সবাই নিহত হয়েছে
ইরান বলছে দেশটির তেহরানে হামলায় ১২জনকে হত্যার ঘটনায় জড়িত হামলাকারীরা ছিলেন ইসলামিক স্টেট বা আইএসে যোগ দেয়া ইরানের নাগরিক।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা বলেন ইরান থেকেই বন্দুকধারীদের রিক্রুট করেছে কথিত আইএস।
হামলাকারীরা ছিলো আত্মঘাতী বোমারু, তবে তারা সবাই নিহত হয়েছে।
কর্মকর্তারা বলছেন আরও একটি হামলার পরিকল্পনার সাথে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।
ইরানের প্রভাবশালী রিভলিউশনারি গার্ড ইরানের পার্লামেন্ট ও আয়াতুল্লাহ খোমেনির মাজারে সন্ত্রাসী হামলার জন্য সৌদি আরব ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে।
সৌদি আরব অবশ্য এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
এর আগে কথিত ইসলামিক স্টেট বা আইএস ওই হামলার দায় স্বীকার করেছিলো।
ছবির উৎস, কপিরাইটTASNIM NEWS AGENCY/REUTERS
এই হামলায় হতবাক হয়েছে সাধারণ মানুষ