শুভ জন্মদিন, প্রিন্স জর্জ
শনিবার, ২২শে জুলাই চারবছর পূর্ণ করলো ব্রিটিশ রাজকুমার জর্জ। তার বেড়ে ওঠার দিনগুলোর কিছু ছবি নিয়েই এই আয়োজন।

ছবির উৎস, Getty Images
২৩শে জুলাই ২০১৩। লন্ডনের সেন্ট মেরি হাসপাতালের সামনে মায়ের কোলে চড়ে প্রথমবারের মতো জনসম্মুখে এলো প্রিন্স জর্জ। সঙ্গে বাবা । যদিও তার তখন বয়স মাত্র একদিন, কিন্তু তখনো তার নাম ঘোষণা করা হয়নি।
ছবির উৎস, PA
২৩শে অক্টোবর ২০১৩। সেন্ট জেমস প্যালেসের চ্যাপেল রয়েলে ক্রিশ্চিয়ান দিবসে বাবা প্রিন্স উইলিয়াম তুলে ধরেছেন প্রিন্স জর্জকে
ছবির উৎস, PA
৭ই এপ্রিল ২০১৪। নিজের প্রথম বিদেশযাত্রায় বাবা-মায়ের সঙ্গে নিউজিল্যান্ডে এসেছে ব্রিটিশ রাজকুমার। এখন তার বয়স প্রায় একবছর।
ছবির উৎস, Getty Images
৯ই এপ্রিল ২০১৪। নিউজিল্যান্ড সফরের সময় ওয়েলিংটনে স্থানীয় শিশুদের সঙ্গে খেলছে প্রিন্স জর্জ
ছবির উৎস, DUKE AND DUCHESS OF CAMBRIDGE
নভেম্বর ২০১৪। বড়দিনের আগে প্রিন্সের বেশ কয়েকটি ছবি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন ডিউক আর ডাচেস অফ ক্যামব্রিজ। এই ছবিতে দেখা যাচ্ছে, কেনসিংটন প্যালেসের সামনে সিড়িতে বসে রয়েছে প্রিন্স জর্জ
ছবির উৎস, PA
২রা মে ২০১৫। কিছুক্ষণ আগে জর্জের বোন প্রিন্সেস শার্লটের জন্ম হয়েছে। বাবার সঙ্গে সেন্ট মেরি হাসপাতালে ছোট বোনের সঙ্গে দেখা করতে এসেছে প্রিন্স জর্জ
ছবির উৎস, DUCHESS OF CAMBRIDGE
একমাস পরে, ৬ই জুন ২০১৫। জর্জ আর শার্লটের একসঙ্গে এই ছবিটি তুলেছেন ডাচেস অফ ক্যামব্রিজ ক্যাথেরিন।
ছবির উৎস, Reuters
১৩ই জুন ২০১৫। রানী এলিজাবেথের জন্মদিন উপলক্ষে ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনীর উড়ে যাওয়ার অনুষ্ঠান দেখছে প্রিন্স জর্জ, বাকিংহ্যাম প্যালেসের বারান্দায় সঙ্গে আরো রয়েছেন রানী এলিজাবেথ, বাবা প্রিন্স উইলিয়াম আর মা ডাচেস ক্যাথেরিন
ছবির উৎস, Getty Images
০৩ রা মার্চ ২০১৬। ফরাসি আল্পসে সপরিবারে ঘুরতে বেড়িয়েছে প্রিন্স জর্জ
ছবির উৎস, THE WHITE HOUSE
২২শে এপ্রিল ২০১৬। কেনসিংটন প্যালেসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে প্রিন্স জর্জের সাক্ষাৎ
ছবির উৎস, DUCHESS OF CAMBRIDGE
৬ই জুন ২০১৬। নরফোকে স্কুলে নার্সারির ক্লাসের প্রথমদিনে ছবিটি তুলেছেন জর্জের মা
ছবির উৎস, PA
২২ জুলাই ২০১৬। তৃতীয় জন্মদিনে তোলা একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে প্রিন্স জর্জ তাদের পারিবারিক পোষা কুকুর লুপোকে খাবার খাওয়াচ্ছে
ছবির উৎস, PA
২৬শে সেপ্টেম্বর ২০১৬। কানাডায় একটি সেনা পরিবার অনুষ্ঠানে বাবল বা বুদবুদের সঙ্গে খেলছে প্রিন্স জর্জ
ছবির উৎস, PA
২৫ শে ডিসেম্বর ২০১৬। সকালে সেন্ট মার্ক'স চার্চে প্রার্থনা শেষে জর্জকে একটি ক্যান্ডিক্যান খেতে দেয়া হয়েছে
ছবির উৎস, EPA
জন্মদিনের একদিন আগে, জার্মানির হামবুর্গে একটি বিমানে বসে রয়েছে প্রিন্স জর্জ। সঙ্গে বাবা, মা আর বোনও রয়েছে
ছবির উৎস, CHRIS JACKSON/GETTY IMAGES
এ বছরের জন্মদিন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ২২শে জুলাই ২০১৭ এই ছবিটি প্রকাশ করা হয়েছে। ছবিটি কেনসিংটন প্যালেসে তোলা