ঢাকায় জলজটে মানুষের ভোগান্তি

ঢাকায় গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের কারণে ঢাকার নাগরিক জীবনে তীব্র ভোগান্তি নেমে এসেছে। অনেক সড়কে পানি উঠে এমন অবস্থা মানুষ পড়ছে দুর্ভোগে। ছবিতে দেখুন ঢাকার কয়েকটি রাস্তায় কীভাবে চলছে মানুষ।

শাহজাহানপুরের ছবি

ছবির উৎস, Focusbangla

ছবির ক্যাপশান,

শাহজাহানপুরের রাস্তার অবস্থা।

ছবির উৎস, Focusbangla

ছবির ক্যাপশান,

গতকাল (মঙ্গলবার) সকাল ছ'টা থেকে আজ (বুধবার) বেলা বারোটা পর্যন্ত ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ৮৬ মিলিমিটার।টানা রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর ভাঙ্গা প্রেস সড়কের ছবি।

ছবির উৎস, Focusbangla

ছবির ক্যাপশান,

ঢাকার মানিকনগর এলাকার ছবি, ডাস্টবিনেরে পাশেই সবজি পড়ে আছে

ছবির উৎস, Focusbangla

ছবির ক্যাপশান,

পূর্ব মাদারটেকের শরীফবাগ এলাকায় গত তিনদিন ধরে জলাবদ্ধ অবস্থা বিরাজ করছে। দুর্গন্তযুক্ত পানির মধ্য দিয়ে পার হচ্ছে এলাকার মানুষ। ছবিটি আজ বুধবার তোলা।

ছবির উৎস, Focusbangla

ছবির ক্যাপশান,

যাত্রাবাড়ীর দক্ষিণ কাজলার নয়ানগর সড়কে জলাবদ্ধতায় এলাকাবাসীকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওই এলাকার একটি বাসার ভেতরের ছবি।

ছবির উৎস, Shyadul Islam

ছবির ক্যাপশান,

ঢাকার গ্রিনরোড, একজনের পিঠে চড়ে আরেক ব্যক্তি রাস্তা পার হচ্ছে।

ছবির উৎস, AFroza Neela

ছবির ক্যাপশান,

রাজধানীর নয়াপল্টন এলাকা

ছবির উৎস, Abul Kalam Azad

ছবির ক্যাপশান,

সচিবালয়ের পরিস্থিতি, অনেকেই আজ এমনভাবে অফিসে গিয়েছেন।

ছবির উৎস, Shyadul Islam

ছবির ক্যাপশান,

ঢাকার গ্রিনরোডের পরিস্থিতি

ছবির উৎস, Focusbangla

ছবির ক্যাপশান,

ঢাকার স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আজ এভাবেই পানি পার হয়ে গন্তব্যে পোঁছাতে হয়েছে। ছবিটি শাহজাহানপুর এলাকায় তোলা।

ছবির উৎস, Focusbangla

ছবির ক্যাপশান,

জনভোগান্তির মধ্যে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনের ছবিটি কিছু ভিন্ন, স্কুল শেষে বাচ্চাদের এভাবে পানিতে ফুটবল খেলতে দেখা যায়।