চীনে ব্যতিক্রমধর্মী 'বিকিনি কনটেস্ট'
চীনে ব্যতিক্রমধর্মী 'বিকিনি কনটেস্ট'
'বিকিনি কনটেস্ট' বললে সাধারণত যে বয়সী মানুষের চিন্তা মাথায় আসে এই প্রতিযোগিতা তেমন নয়।
৫৫ বছরের বেশি বয়সীদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল চীনের তিয়ানজিন শহরে।
তৃতীয় বারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
চারশোরো বেশি নারী ও পুরুষ এখানে অংশগ্রহণ করে।
আয়োজনের মূল লক্ষ্য -স্বাস্থ্য ও সুস্থতার প্রচারণা করা।
দেখুন ভিডিওতে-