সাবেক স্বামীর মিলিয়ন ডলারের ভায়োলিন সংগ্রহ ভেঙে ফেললেন এক নারী

ডিভোর্সের কারণে দুটো মানুষের হৃদয় ভাঙে এটা সবার জানা এবং ডিভোর্সের ঘটনাও সাধারণ বিষয়। কিন্তু জাপানে ঘটেছে ভিন্ন ঘটনা।
ডিভোর্স হবার কারণে সহধর্মীর ৫৪টি ভায়োলিন ভেঙে ফেলেছেন এক নারী।
সাবেক স্বামীর ভায়োলিন সংগ্রহ এবং বাদ্যযন্ত্র বাজানোর ৭০টি যন্ত্র পুরোপুরি ভেঙে ফেলেছেন এক নারী, যেগুলোর মূল প্রায় এক মিলিয়ন ডলার।
এই অপরাধে পুলিশ ওই নারীকে গ্রেফতারও করেছে।
পুলিশ বলছে, ৩৪ বছর বয়সী ওই নারী নাগোয়ায় তাদের অ্যাপার্টমেন্টে ঢুকে বাদ্যযন্ত্রগুলো ভেঙে ফেলে।
২০১৪ সালে দুজনের ডিভোর্সের পরপর ঘটনাটি ঘটে কিন্তু এতদিন পর ওই নারীকে গ্রেফতার করলো পুলিশ।
ওই নারীর সাবেক স্বামীর বয়স ৬২ বছর। তিনি ভায়োলিন তৈরি করেন এবং ভিন্ন ভিন্ন ধরনের ভায়োলিন সংগ্রহ করাটা তাঁর শখ।
কিয়োডো নিউজ এজেন্সি জানাচ্ছে, যে ৫৪টি ভায়োলিন ওই নারী ভেঙে ফেলেছেন তার মধ্যে সবচেয়ে বেশি দামী ভায়োলিনটি ছিল ইতালিতে তৈরি।
জাপানের গণমাধ্যমের খবর অনুযায়ী, ওই নারী চীনের নাগরিক এবং মঙ্গলবার চীন থেকে টোকিওতে আসার পর পুলিশ তাকে গ্রেফতার করে।
বিবিসি বাংলায় আরো পড়ুন: