সৌদি আরবে এ কেমন নাটকীয় ক্ষমতার খেলা?
সৌদি আরবে এ কেমন নাটকীয় ক্ষমতার খেলা?
সৌদি আরবে গত কয়েক দশকে ধীর গতিতে সামান্য কিছু পরিবর্তন ঘটলেও দেশটি এখন নাটকীয় কিছু ঘটনা প্রবাহের ভেতর দিয়ে যাচ্ছে।
আধুনিকায়ন, নারীদের অধিকার এবং ইরানের বিরুদ্ধে দল পাকানো- এর সবই আছে দেশটির কার্য তালিকায়।
কিন্তু কে আছেন এসব ঘটনার নেপথ্যে?