বিশ্বের প্রথম ক্লোন করা বানর ঝং ঝং এবং হুয়া হুয়া
বিশ্বের প্রথম ক্লোন করা বানর ঝং ঝং এবং হুয়া হুয়া
বিজ্ঞানীরা বিশ্বে এই প্রথম ক্লোনিং এর মাধ্যমে একজোড়া বানরের জন্ম দিয়েছেন। এর আগে ১৯৯৬ সালে যে পদ্ধতিতে ‘ডলি’ নামের ভেড়াকে ক্লোন করা হয়েছিল, এবার সেই একই পদ্ধতি ব্যবহার করা হয়েছে। বানর দুটির নাম দেয়া হয়েছে ‘ঝং ঝং’ এবং ‘হুয়া হুয়া’। সাংহাই এর এক ল্যাবরেটরিতে তাদের জন্ম হয়। ভবিষ্যতে মানুষের নানা রোগব্যাধির গবেষণায় এই ক্লোনিং পদ্ধতি অনেক কাজে লাগবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।