আমেরিকায় নিঃসঙ্গ প্রবীণদের সাহায্য করছে ডিজিটাল 'পোষা প্রাণী' বা 'অবতার'
আমেরিকায় নিঃসঙ্গ প্রবীণদের সাহায্য করছে ডিজিটাল 'পোষা প্রাণী' বা 'অবতার'
বেলা হচ্ছে একটি ডিজিটাল বিড়াল, যে আমেরিকায় প্রবীণদের সাহায্য করার জন্য মোবাইল ডিভাইসে আছে।
আমেরিকায় care.coach নামের সামাজিক সংস্থার, যারা এটা তৈরি করেছে, তাদের গবেষণার দাবী, এই ডিজিটাল অবতার নিঃসঙ্গতা কমিয়ে দেয়, সামাজিক সাহায্যের অনুভূতি জাগিয়ে তোলে এবং সম্ভবত বিষণ্ণতা এবং অন্যান্য জটিলতা চিকিৎসা করতে সহায়তা করতে পারে।