আড়াই শতাধিক নারী বাইকার দাপিয়ে বেড়াচ্ছেন ঢাকার রাস্তা
আড়াই শতাধিক নারী বাইকার দাপিয়ে বেড়াচ্ছেন ঢাকার রাস্তা
বাংলাদেশে সাধারণত মোটরসাইকেল ব্যবহারকারীদের বেশীর ভাগই পুরুষ হলেও সময়ের সাথে তাল মিলিয়ে এখন আনাগোনা বাড়ছে নারী বাইকারদের।
ঢাকার রাস্তায় এখন চোখে পড়বে বহু হেলমেট পরা নারীকে রং-বেরংয়ের স্কুটি চালাতে।
ঢাকার একটি বাইক রাইডার্স ক্লাব নারী বাইকারদের সংখ্যা আড়াই শতাধিক বলে উল্লেখ করছে।
২০১৮ সালে এই সংখ্যাটা দ্বিগুণ হবে বলে মনে করছে তারা।
যদিও বিআরটিএ থেকে প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে হাজার হাজার নারী বাইক চালনার লাইসেন্স সংগ্রহ করেছে।
বোঝাই যাচ্ছে সড়কগুলোতে নারী বাইকারদের সংখ্যা বাড়ছে।
কেন মোটরসাইকেলের দিকে ঝুঁকছেন নারীরা?
আর এক্ষেত্রে পথে-ঘাটে কতটা নারী বান্ধব পরিবেশ পাচ্ছেন তারা?
দেখুন ভিডিও প্রতিবেদন।
প্রতিবেদনটি তৈরি করেছেন অর্চি অতন্দ্রিলা।