অটিস্টিক শিশুর জন্মের জন্য কি বাবা-মা দায়ী?
অটিস্টিক শিশুর জন্মের জন্য কি বাবা-মা দায়ী?
আমাদের দেশে অটিস্টিক শিশুর জন্মকে দেখা হয় বাবা-মায়ের পাপের ফসল হিসেবে, সামাজিক ও পারিবারিকভাবে নিগৃহের শিকার হতে হয় তাদের।
এই ধরনের বিশেষ শিশুদের নিয়ে অনেকটা সামাজিকভাগে নিঃসঙ্গ জীবন কাটাতে হয় বাবা-মায়ের।
এই সমস্যা সমাধানে এখনা ঢাকায় এক হাজারের বেশী বিশেষ শিশুর বাবা মা ঐক্যবদ্ধ হয়ে তৈরী করেছেন প্যারেন্টস ফর ডিফেরেন্টলিএবল্ড নামে একটি সংগঠন যেখানে তারা বিনিময় করছেন পারস্পরিক অভিজ্ঞতা ও সহযোগীতা।
এসব বাবা মায়ের সাথে কথা বলেছেন বিবিসির শাহনেওয়াজ রকি।
আরো পড়ুন: