মাত্র এক মিনিটের দেরির জন্য কি পদত্যাগ করা উচিৎ
মাত্র এক মিনিটের দেরির জন্য কি পদত্যাগ করা উচিৎ
যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের এক সদস্য লর্ড বেটস মাত্র এক মিনিট দেরি করেছিলেন অধিবেশন কক্ষে যেতে। কিন্তু একারণে তাকে করা এক প্রশ্নের উত্তর তিনি দিতে পারেননি। এ কারণে তিনি পদত্যাগ করতে চান। তার এই প্রস্তাবে হতবাক হয়ে যান হাউস অব লর্ডসের সদস্যরা। কিন্তু এক মিনিট দেরি করার কারণে কি কারও আসলে পদত্যাগ করা উচিৎ? বিশ্বের বিভিন্ন দেশে বিবিসি কর্মীদের কাছে আমরা জানতে চেয়েছিলাম তাদের দেশে সময়ানুবর্তিতাকে কিভাবে দেখা হয়?