এক্স-রে মেশিনে ঢুকে পড়লেন মহিলা

ছবির উৎস, Scmp
এক্স-রে সিকিউরিটি মেশিনের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছেন নারী যাত্রী।
চীনের এক মহিলা তার হ্যান্ডব্যাগের প্রতি এতই মায়া যে তাকে হাতছাড়া না করার জন্য তিনি এক্স-রে সিকিউরিটি মেশিনের মধ্যে ঢুকে পড়েছেন।
সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদপত্র খবর দিয়েছে, ভিডিওতে দেখা যাচ্ছে ঐ নারী সিকিউরিটি স্ক্যানিং মেশিনের মধ্য দিয়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছেন।
তার আশেপাশে সুটকেসসহ অন্যান্য জিনিসপত্র দেখা যাচ্ছে।
দক্ষিণ চীনের ডনগুয়ান রেল স্টেশনের সিকিউরিটি ভিডিতে দেখা যাচ্ছে, একজন নিরাপত্তা রক্ষী ঐ নারীকে বলছেন ঐ সিকিউরিটি মেশিনের মধ্য দিয়ে সব কিছু পরীক্ষা করাতে হবে।
কিন্তু ঐ নারীর হ্যান্ডব্যাগের মধ্যে এমন কী ছিল যা তিনি স্বাস্থ্য ঝুঁকির পরও রক্ষা করার চেষ্টা করছিলেন, তা পরিষ্কার না।
তবে চীনা নববর্ষের আগে অনেকেই ব্যাগে নগদ টাকা নিয়ে ছুটির সময় বাড়ী ফেরেন।
আরো দেখুন:
প্রধান খবর
চিঠিপত্র ও মতামত
এডিটার'স মেইলবক্স: বাক স্বাধীনতা, জিয়ার খেতাব আর ভ্যাক্সিন নিয়ে প্রশ্ন
লেখক অভিজিৎ রায় হত্যা মামলার রায় হবার পর, অনেকের মনেই প্রশ্ন জেগেছে, এই রায়ের মাধ্যমে কি বাংলাদেশে মুক্তচিন্তা এবং বাক স্বাধীনতার ক্ষেত্র শক্তিশালী হবে?