সেরা আন্ডারওয়াটার ফটোগ্রাফার পুরষ্কার, ২০১৮
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাহাজডুবিতে সাগরে তলিয়ে যাওয়া ব্রিটিশ সামরিক গাড়ির ছবি তুলে জার্মানির টোবাইয়াস ফ্রিয়েডরিশ ২০১৮ সালের সেরা আন্ডারওয়াটার ফটোগ্রাফারের পুরষ্কার জিতেছেন।
মিশরের রাস মোহামেদ উপকূলের অদূরে তোলা এই ছবি সারা বিশ্ব থেকে পাঠানো ৫০০০ ছবির সাথে প্রতিযোগিতা করেছে।
ছবির উৎস, Tobias Friedrich/UPY 2018
ডুবে যাওয়া যুদ্ধ জাহাজ এসএস থিসেলেগর্মের গর্ভে শুয়ে আছে নর্টন ১৬এইচ মডেলের মোটরবাইক
এই ছবিটির শিরোনাম দেয়া হয়েছে 'সাইকেল ওয়ার'। এতে দেখা যাচ্ছে ডুবে যাওয়া যুদ্ধ জাহাজ এসএস থিসেলেগর্মের গর্ভে শুয়ে আছে নর্টন ১৬এইচ মডেলের মোটরবাইক।
"এই ছবিটা তোলার জন্য আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করে ছিলাম," বলছেন টোবাইয়াস ফ্রিয়েডরিশ, "কিন্তু পুরো ছবিটা একটা মাত্র ফ্রেমে তুলে আনা অসম্ভব মনে হচ্ছিল।"
সেরা ব্রিটিশআন্ডারওয়াটার ফটোগ্রাফারের পুরষ্কার পান গ্র্যান্ট টমাস। তার ছবির শিরোনাম 'লাভ বার্ডস'।
স্কটল্যান্ডের লখ লোমন্ড হ্রদে তিনি এই ছবিটি তুলেছেন।
ছবির উৎস, Grant Thomas/UPY 2018
স্কটল্যান্ডের লখ লোমন্ড হ্রদে খাবারের সন্ধান করছে দুটি রাজহাঁস
এই প্রতিযোগিতায় মোট ১১টি বিভাগ ছিল।এর মধ্যে ছিল ম্যাক্রো, ওয়াইড অ্যাঙ্গেল, বিহেভিয়ার ইত্যাদি ক্যাটেগরি।
ছবির উৎস, ManBd UiDive/UPY 2018
আবদেল রহমান জামালুদ্দিনের এই ছবিতে দেখা যাচ্ছে সি-স্লাগ। কিন্তু ছবির পেছনে দিকে একটি মোরে ঈলের উপস্থিতি লক্ষ্য করা যায়।
ছবির উৎস, Tony Stephenson/UPY 2018
লেস্টারের ফটোগ্রাফার টোনি স্টিভেনসন পাইক মাছের ঝাঁকের এই ছবিটি তুলেছেন স্টোনি কোভ এলাকায়।
ছবির উৎস, Greg Lecoeur/UPY 2018
হ্যাম্পব্যাক তিমি খাড়া হয়ে সমুদ্রের ভেতর থেকে মাথা বের করে আছে, যাকে বলা হয় স্কাইহপিং। ছবিটি তুলেছেন গ্রেগ লেকুয়া।
ছবির উৎস, SHANE GROSS/UPY 2018
সি-হর্সের এই ছবিটি তুলেছেন শেন গ্রস। সি-হর্স তিনটিকে ঘিরে রেখেছে সামুদ্রিক প্ল্যাংকটন।
ছবির উৎস, Songda Cai/UPY 2018
ফটোগ্রাফার সংডা চাই কংগার ঈলের ছবি তুলেছেন বহুবার। কিন্তু এই ছবিটি তার বিশেষ পছন্দের।
ছবির উৎস, Filippo Borghi/UPY 2018
টোকিওর ইজু উপদ্বীপে এই পানকৌড়ির ছবিটি তুলতে ফিলিপো বর্গির সময় লেগেছিল দুই দিন।
ছবির উৎস, Tanya Houppermans/UPY 2018
টানিয়া হপারম্যানসের তোলা স্যান্ড শার্কের ছবি।
ছবির উৎস, Borut Furlan/UPY 2018
কিউবায় এই সামুদ্রিক কুমীরের ছবি তুলেছেন বরুট ফুরলান।
সব ছবির সত্ত্ব সংরক্ষিত।
আরো পড়ুন: