ঢাকার আজিমপুর-গাজীপুর রুটের ভিআইপি-২৭ পরিবহনের ৬টি বাসে বই পড়ার ব্যবস্থা করা হয়েছে।
ঢাকার আজিমপুর-গাজীপুর রুটের ভিআইপি-২৭ পরিবহনের ৬টি বাসে বই পড়ার ব্যবস্থা করা হয়েছে।
বর্তমানে ঢাকার আজিমপুর-গাজীপুর রুটের ভিআইপি-২৭ পরিবহনের ৬টি বাসে বই পড়ার ব্যবস্থাা করা হয়েছে।
বাসের নির্ধারিত জায়গায় রাখা বই নিয়ে যাত্রা পথে পড়তে পারবেন যাত্রীরা।
নামার আগে আবার নির্ধারিত জায়গায় রেখে দিবেন।
বন্ধুবান্ধব ও পরিচিতদের কাছ থেকে বই সংগ্রহ করে লাইব্রেরীটি চালাচ্ছেন কয়েকজন তরুণ উদ্যোক্তা ।
ঢাকার সবগুলো গণ পরিবহনে এই সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
প্রতিবেদনটি তৈরি করেছেন বিবিসি বাংলার শাহনেওয়াজ রকি ।