জেলেদের জালে আটকে পড়া হাঙ্গর উদ্ধার করেন দীনেশ গোস্বামী
জেলেদের জালে আটকে পড়া হাঙ্গর উদ্ধার করেন দীনেশ গোস্বামী
ভারতের সৌরাষ্ট্রের উপকুলে হোযেল শার্ক নামে যে হাঙ্গর পাওয়া যায় তা সংরক্ষণের জন্য কাজ করে চলেছেন দীনেশ গোস্বামী।
তিনি তার মিশন শুরু করেছিলেন হোয়েল শার্ক শিকারের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে।
এখন তার কাজ - যেসব হোয়েল শার্ক জেলেদের জালে আটকা পড়ে তাদের উদ্ধার করা।