হাথুরুসিংহে ভাল, তবে একটু রূঢ়: ক্রিকেটার মমিনুল
হাথুরুসিংহে ভাল, তবে একটু রূঢ়: ক্রিকেটার মমিনুল
ওয়ানডে এবং টি-২০ খেলার সবরকম যোগ্যতা থাকা সত্ত্বেও বাংলাদেশের ক্রিকেটে মুমিনুল হকের ‘টেস্ট স্পেশালিস্ট’ তকমা জুটেছে বেশ আগেই। অথচ এক সময় সেই টেস্ট স্কোয়াড থেকেও বাদ পড়েছিলেন তিনি।
এসব বিষয়ে সাবেক কোচ চন্দিকা হাথুরুসিংহের সাথে তার বনিবনা নিয়েও কথা উঠেছিল।
কিন্তু সাবেক এই গুরু সম্পর্কে মমিনুলের মন্তব্য কী? দেখুন বিবিসি'র রায়হান মাসুদের প্রতিবেদনে।
আরো পড়ুন: