কামান দাগানোতে কি মরছে ঢাকার মশা?
কামান দাগানোতে কি মরছে ঢাকার মশা?
মশার উৎপাতে কোথাও স্বস্তিতে নেই নগরবাসী। প্রতিরোধের ব্যবস্থাও খুব একটা কাজ দিচ্ছে না।
এ নিয়ে মানুষজনের মধ্যে রয়েছে ক্ষুদ্ধ্ব প্রতিক্রিয়া।
মশা নিধনে নানা উদ্যোগ নিয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। কামানের মতো মশা মারার চিত্র নিয়ে প্রতিক্রিয়া হয়েছে সামাজিক মাধ্যমেও।
তবে মশার কারণে চিকুনগুনিয়া, ডেঙ্গুর মতো রোগের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।