ভারতীয় ডাক্তার 'ঝোলা ছাপ' - যাদের কোন ডিগ্রি নেই
ভারতীয় ডাক্তার 'ঝোলা ছাপ' - যাদের কোন ডিগ্রি নেই
ভারতে এক ধরণের ডাক্তার লোকের চিকিৎসা করেন যাদের কোন ডাক্তারির ডিগ্রি বা প্রশিক্ষণ নেই।
অনেকে বলেন - এদের কারণে রোগীর অবস্থা ভালো না হয়ে বরং খারাপ হয়।
কিন্তু 'ঝোলা ছাপ' নামের এই ডাক্তারদের একজন বলছেন, তারা লোকজনকে শুধু প্রাখমিক স্বাস্থ্যসেবাই দিচ্ছেন।