রাজপরিবারের নতুন উত্তরাধিকারীর প্রথম ছবি
লন্ডনের সেন্ট মেরিজ হাসপাতালে 'ডাচেস অব ক্যামব্রিজ' উপাধি পাওয়া ক্যাথরিন পুত্র সন্তান জন্ম দেন ২৩শে এপ্রিল, ২০১৮। এটি ডিউক ও ডাচেসের তৃতীয় সন্তান।
তাদের আরো একটি ছেলে ও মেয়ে রয়েছে। যাদের নাম জর্জ ও শার্লট।
নবজাতক হবে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারীদের তালিকার পাঁচ নম্বরে।
তার উপাধি আগে থেকেই ঠিক করা হয়েছে- প্রিন্স অব কেমব্রিজ বা কেমব্রিজের রাজপুত্র।
তবে এখন পর্যন্ত তার নামের বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। যদিও সদ্যজাত এই রাজপুত্রের নাম কী হবে তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে।
ছবির উৎস, Getty Images
তৃতীয় সন্তানকে নিয়ে হাসপাতাল থেকে বের আসার পর সবাই তাদের শুভেচ্ছা জানান
ছবির উৎস, Getty Images
রাজপরিবারের নতুন সদস্য, প্রিন্স উইলিয়াম ও ক্যাথরিনের তৃতীয় সন্তান
ছবির উৎস, PA
ছোট ভাইকে দেখানোর জন্য জর্জ ও শার্লটকে নিয়ে যাচ্ছেন প্রিন্স উইলিয়াম
ছবির উৎস, Getty Images
নতুন রাজপুত্রের আগমনে লন্ডনে আজ নানা আয়োজন চলছে।