জাম্বিয়ার যে কারাগারে শিশুরা বেড়ে উঠে
জাম্বিয়ার যে কারাগারে শিশুরা বেড়ে উঠে
ফেইথ কালুনগিয়া ২০১২ সালে জাম্বিয়ার লুসাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে যান, মূলত নারী বন্দীদের অনুদান দিতে।
কিন্তু তিনি সেখানে শিশুদের দেখে দারুণ ব্যথিত হন।
পরে চাকুরি ছেড়ে এসব শিশুদের শিক্ষা, পুষ্টি ও খেলার সুবিধা নিয়ে কাজ শুরু করেন।
আউটলুক ইন্সপিরেশন ২০১৮ এর জন্য মনোনীতদের একজন- ফেইথ কালুনগিয়া।
বিবিসি বাংলায় আরো পড়তে পারেন: