বিশ্বের খেলাধুলা: সপ্তাহের আলোচিত ছবি
সপ্তাহজুড়ে চলছে নানা ধরনের খেলাধুলা। সপ্তাহের 'স্পোর্টস ফটোগ্রাফি'র উল্লেখযোগ্য কয়েকটি ছবি তুলে ধরা হলো।
-
Martin Rose/Getty Images
কোপেনহেগেন, ডেনমার্ক, ২০শে মে: রয়্যাল অ্যারেনায় আইস হকি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সুইটজারল্যান্ডকে হারিয়ে শিরোপা পায় সুইডেন। সুইডেনের খেলোয়াড়দের উচ্ছ্বাস।
-
Octavio Passos/Getty Images
কামিনহা, পর্তুগাল, ১৮ই মে: পর্তুগালে ওয়ার্ল্ড র্যালি চ্যাম্পিয়নশিপে গ্রেট ব্রিটেনের ক্রিস মিকি এবং আয়ারল্যান্ডের পল নালে একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন।
-
David Ramos/Getty Images
মনতিমেলো, স্পেন, ১৫ই মে: লুই হ্যামিল্টন তাঁর মার্সিডিজ গাড়ি পরীক্ষা করে দেখছেন ক্যাতালোনিয়ার একটি এলাকায়।
-
Ian MacNicol/Getty Images
গ্লাসগো, স্কটল্যান্ড, ১৯শে মে: হ্যাম্পডেন পার্কে স্কটিশ কাপের ফাইনালে মাদারওয়েলের বিপক্ষে ২-০ গোলে জয় পায় সেলটিক। সেলটিকের খেলোয়াড় অলিভিয়ের দলের পক্ষে দ্বিতীয় গোল দেবার পর আনন্দে লাফ দেন।
-
Charlie Crowhurst / Getty Images
বার্সেলোনা, স্পেন, ২০শে মে: বার্সেলোনায় আয়রনম্যান ৭০.৩ ইভেন্টে ৫৬ মাইল বাইক রাইড ও ১৩.১ মাইল দৌড়ের পরিবর্তে ১.২ মাইল সাঁতারে অংশ নেন প্রতিযোগীরা।
-
Alexandre Loureiro/Getty Images
ইতাপেমা, ব্রাজিল, ১৯শে মে: বিচ ভলিবল ওয়ার্ল্ড ট্যুরের কোয়ার্টার ফাইনালে জার্মানির ভিক্টোরিয়া বেনেকের কাছ থেকে আসা শট ফিরিয়ে দিচ্ছেন ব্রাজিলের আগাথা বেনারজুক।
-
Bobby Ellis/Getty Images
ইন্ডিয়ানাপোলিস, যুক্তরাষ্ট্র, ১৭ই মে: ইন্ডিয়ানা ইউনিভার্সিটি নাটাটোরিয়ামে সাঁতার প্রতিযোগিতার ফাইনালের আগে সাঁতারুরা ওয়ার্ম আপের কাজটা সেরে নিচ্ছেন।
-
Alex Livesey/Getty Images
লিডস, ইংল্যান্ড, ১৯শে মে: আইবিএফ ফেদারওয়েট চ্যাম্পিয়নশিপে লি সেলবিকে রাইট শট দিচ্ছেন জশ ওয়েরিংটন, খেলায় তিনি জয় পান।
-
Jason McCawley/Getty Images
সিডনি, অস্ট্রেলিয়া, ১৮ই মে: সিডনিতে ন্যাশনাল বাস্টেকবল লীগ আয়োজিত ওয়ার্ল্ড চ্যালেঞ্জার ইভেন্টের আগে ভয়েক রাডিকির ওয়ার্ম আপ।
ফটো গ্যালারি
ছবিতে পুরনো ঢাকার চকবাজারের আগুন
- ২১ ফেব্রুয়ারি ২০১৯
ছবিতে খালে-বিলে মাছ ধরার যত মুহূর্ত
- ১৯ ফেব্রুয়ারি ২০১৯
ছবিতে বর্ণিল সাজে বসন্ত বরণ
- ১৩ ফেব্রুয়ারি ২০১৯