সেই থাই কিশোর ফুটবলাররা এখন প্রার্থনার জন্য আশ্রমে থাকছে
সেই থাই কিশোর ফুটবলাররা এখন প্রার্থনার জন্য আশ্রমে থাকছে
থাই গুহা থেকে উদ্ধার হওয়া কিশোর ফুটবলাররা বৌদ্ধ ধর্মের আচার অনুষ্ঠানে অংশ নিচ্ছে।
তাদের কোচও ভিক্ষু'র আদেশ পালন করছেন।
তবে কিশোরদের একজন খৃষ্টান হওয়ায় সে এই প্রার্থনায় অংশ নিচ্ছে না।
কিশোর ফুটবলারদের নিজেদের আত্মা পরিশুদ্ধ করা এবং উদ্ধারকারিদের জন্য এই প্রার্থনা করা হচ্ছে বলে বলা হয়েছে।
বিবিসি বাংলায় আরো পড়ুন: