রানী আমিনা: যে আফ্রিকান নারী বদলে দিয়েছিলেন বিশ্ব
রানী আমিনা: যে আফ্রিকান নারী বদলে দিয়েছিলেন বিশ্ব
আমিনার জন্ম হয়েছিল ১৫৩৩ সালে, আধুনিক সময়ের নাইজেরিয়ার একটি প্রদেশ, যাযাউতে।
তাঁর পরিবার ছিল সমৃদ্ধশালী। তাঁরা ঘোড়া, আমদানি করা ধাতব, কাপড়, বাদাম আর লবণের ব্যবসা করতো।
যখন তাঁর বাবার মৃত্যু হয়, তখন তাঁর ভাই কারামা সিংহাসন গ্রহণ করেন।
কিন্তু আমিনা বেছে নেন ভিন্ন এক পথ।
তিনি যোদ্ধা হিসাবে কঠোর প্রশিক্ষণ শুরু করেন এবং পুরুষ প্রধান যাযাউ সামরিক বাহিনীর সকলের সম্মান আদায় করে নেন।
তাঁর ভাইয়ের মৃত্যুর পর, আমিনা তাদের সম্প্রদায়ের প্রথম 'রানী' হন।
ক্ষমতা গ্রহণের কয়েকমাস পরেই তিনি তাঁর প্রথম সামরিক অভিযান শুরু করেন।
বিশ হাজার যোদ্ধা নিয়ে তিনি একের পর এক যুদ্ধাভিযান চালিয়ে যান।