কলকাতা থেকে এশিয়ান গেমসে অদম্য স্বপ্নার স্বপ্নপূরণ

কলকাতা থেকে এশিয়ান গেমসে অদম্য স্বপ্নার স্বপ্নপূরণ

ইন্দোনেশিয়ায় সদ্যসমাপ্ত এশিয়ান গেমসে অ্যাথলেটিক্সের বেশ কঠিন ইভেন্ট হেপ্টাথলনে সোনা জিতেছেন পশ্চিমবঙ্গের তরুণী স্বপ্না বর্মন।

জলপাইগুড়ির একেবারে পিছিয়ে পড়া ছোট্ট এক গ্রামের রিকশাভ্যানচালক বাবা আর চা বাগানের শ্রমিক মায়ের সন্তান স্বপ্না।

তাঁর জন্য জাকার্তায় এশিয়াডের পোডিয়াম পর্যন্ত যাত্রা কতটা কঠিন ছিল?

বিস্তারিত জলপাইগুড়ি থেকে সংবাদদাতা অমিতাভ ভট্টশালীর পাঠানো প্রতিবেদনে।