সপ্তাহের আলোচিত কিছু ছবি
গেল সপ্তাহজুড়ে সারা বিশ্বে আলোচিত যেসব ঘটনার ছবি সংবাদ মাধ্যমে উঠে এসেছে সেখান থেকে বিবিসির বাছাই করা কিছু ছবি এক নজর দেখে নিতে পারেন।

ছবির উৎস, ABHISHEK N. CHINNAPPA/ REUTERS
ভারতে সমকামিতা অপরাধ নয় বলে দেশটির সুপ্রিম কোর্ট রায় ঘোষণার পর অধিকার কর্মীর উল্লাস। ব্রিটিশ জমানার এই বিতর্কিত আইনটির সুবাদে 'অপ্রাকৃতিক যৌনতা'র অপরাধে ভারতে কোনও ব্যক্তির ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারতো। ওই রায়ের মাধ্যমে ১৫৭ বছরের পুরনো আইনটি বাতিল হয়ে যায়।
ছবির উৎস, CARL DE SOUZA/ AFP
ব্রাজিলের আদিবাসী গোষ্ঠীর একজন সদস্য ইন্ডিয়ান মিউজিয়াম কমপ্লেক্সের ভেতর দাঁড়িয়ে। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অবস্থিত জাদুঘরটিতে গত রোববার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।২০০৬ সাল থেকে ভবনটির আশেপাশে আদিবাসী অনেক পরিবার বসবাস করে আসছে, যাদের দাবি এই জাদুঘরটিকে রিও'র প্রথম আদিবাসী একাডেমিক ইনস্টিটিউশন করার। অগ্নিকাণ্ডের ঘটনা তারাই প্রথম চাক্ষুষ করে।
ছবির উৎস, The Villarrica Volcano is seen at night from Pucon
ভিলারিকা আগ্নেয়গিরির দৃশ্য, রাতের বেলা চিলি থেকে। ২৮৪০ মিটার উচ্চতার এই আগ্নেয়গিরি একটি জীবন্ত আগ্নেয়গিরি।
ছবির উৎস, JOHANNES EISELE/AFP
গ্রীষ্মের ছুটি শেষে স্কুলে ফিরে আসার পর পতাকা-উত্তোলন পর্বে অংশ নেয়া শিশুরা । ছবিটি চীনের সাংহাই থেকে তোলা।
ছবির উৎস, VICTORIA JONES/ PA
নতুন করে নির্মিত উইলি ওয়নকা অ্যান্ড দ্য চকোলেট ফ্যাক্টরি সিনেমা থেকে একটি ওয়নকা বার চকোলেট প্রদর্শন করা হচ্ছে সেন্ট্রাল লন্ডনের বিএফআই আইম্যাক্স-এ।
ছবির উৎস, KELLY SULLIVAN/ GETTY IMAGES
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে একটি মিষ্টিখাবারকে মূল প্রতিপাদ্য করে আয়োজিত প্রদর্শনীতে দুজন অতিথি।
ছবির উৎস, CARL COURT/GETTY IMAGES
জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ব্যাপক ভূমিধ্বস ও দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত একটি রাস্তা দিয়ে একজন নারী হেটে যাচ্ছেন।
ছবির উৎস, ARMEND NIMANI/AFP
কসোভোর একজন নারী ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠানে তার মুখে অঙ্কণ করেছেন। প্রায় বিলুপ্ত হতে চলা রীতি মাফিক এই তরুণী নানা স্তরের রং দিয়ে মুখ সাজিয়েছেন। সোনালী বৃত্তগুলো জীবনের বিভিন্ন বাঁকের প্রতীক।
ছবির উৎস, CLODAGH KILCOYNE/ REUTERS
আয়ারল্যান্ডের ডাবলিনের ফোয়েনিক্স পার্কে হরিনের দল বিশ্রাম নিচ্ছে।
ছবির উৎস, DINUKA LIYANAWATTE/ REUTERS
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের সমর্থকরা কলম্বোতে সরকার-বিরোধী বিক্ষোভে মোমবাতি হাতে প্রতিবাদের অংশ নেয়। দেশটির বিরোধী জোটকে নেতৃত্ব দিচ্ছেন মি. রাজাপাকসে, তিনি ২০১৫ সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ক্ষমতাচ্যুত হন। তবে তিনি ও তার পরিবার কোন ধরনের অন্যায় কাজ করার অভিযোগ অস্বীকার করেছেন।