বিংশ শতাব্দির বিরল কিছু ছবি
লন্ডনের জিউইশ মিউজিয়াম এবং ফটোগ্রাফার্স গ্যালারি রুশ বংশদ্ভূত আমেরিকার আলোকচিত্রী রোমান ভিশনিয়াকের অন্যতম আলোচিত এই ছবি প্রামান্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা করেছে।

ছবির উৎস, MARA VISHNIAC KOHN
মইতে ভারসাম্য করে দাঁড়িয়ে জানালা পরিস্কার করছেন এক ব্যক্তি। ছবিটি ১৯৩০ সালের মাঝামাঝি কোন এক সময়ে ধারণ করা হয়েছিল।
ছবির উৎস, MARA VISHNIAC KOHN
১৯৩৫-৩৭ সালের কোন এক সময়ে পোল্যান্ডে ওয়ারশ'তে ছবিটি তোলা হয়েছে। যেখানে সারা নামের এই মেয়েটি বাড়ির বেজমেন্টে বিছানার ওপর বসে আছে। মাথার ওপর দেখা যাচ্ছে ফুলের নকশা।
ছবির উৎস, MARA VISHNIAC KOHN
নেদারল্যান্ডসে এই ছবিটি তোলা হয়েছে ১৯৩৮-৩৯ সালের কোন এক সময়ে। মাঝখানের ব্যক্তিটির নাম আর্নেস্ট কফম্যান। তিনি আরও বাকি দুজনের সঙ্গে নির্মান কাজের কৌশল শিখছেন।
ছবির উৎস, MARA VISHNIAC KOHN
ব্রাতিসলাভায় ইহুদি কোয়ার্টারের ভেতরের দৃশ্য। ১৯৩৫ -৩৮ সালের মধ্যে কোন এক সময়কার তোলা ছবি।
ছবির উৎস, MARA VISHNIAC KOHN
ভিশনিয়াকের মেয়ে মারা একটি নির্বাচনী পোস্টারের সামনে দাঁড়িয়ে ছবির জন্য পোজ দিয়েছেন। পোস্টারে লেখা রয়েছে, মার্শাল ও র্কপোরাল: শান্তি ও সমান অধিকারের জন্য আমাদের সাথে যুদ্ধ করুন"। ছবি তোলার স্থান ও সময়কাল, উইলমার্সডর্ফ, বার্লিন, ১৯৩৩।
ছবির উৎস, MARA VISHNIAC KOHN
ব্রুকলিনের বেনসনহার্স্টের একটি ইহুদি কমিউনিটি হাউজে ব্যায়াম করছেন কয়েকজন বালক। সাল: ১৯৪৯
ছবির উৎস, MARA VISHNIAC KOHN
বার্লিনের পটসড্যামের প্লাৎজের কাছে আনহাল্টার বানহফ রেলওয়ে টার্মিনালের ভেতরের ছবি। ছবির সময়কাল: ১৯২৯-৩০
ছবির উৎস, MARA VISHNIAC KOHN
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রেশনের জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন সাধারণ মানুষ। স্থান ও সময়কাল: নিউইয়র্ক, ১৯৪১-৪৪
ছবির উৎস, MARA VISHNIAC KOHN
ইউক্রেনের মুকাশেভো শহরের একটি ইহুদি স্কুলের শিশুরা। সময়কাল: ১৯৩৫-৩৮