বিপিএল ২০১৯- এর নিলাম: আফ্রিদি, আশরাফুল, মুশফিকুর রহিম - কে কোন দলে
- রায়হান মাসুদ
- বিবিসি বাংলা, ঢাকা

ছবির উৎস, Getty Images
বিপিএল - এ এবি ডিভিলার্স (ডানে), শহীদ আফ্রিদি (মাঝে) ও মোহাম্মাদ আশরাফুল (বামে) সহ অন্যান্যদের দল চূড়ান্ত হয়েছে আজ।
আজ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০১৯ মৌসুমের নিলাম।
সরাসরি চুক্তি করার হিসেবে ডেভিড ওয়ার্নার ও এবি ডি ভিলিয়ার্সের নাম সবচেয়ে বড়।
ডেভিড ওয়ার্নারের সাথে চুক্তি করেছে সিলেট সিক্সার্স।
এবি ডি ভিলিয়ার্সকে দলে নিয়েছে রংপুর রাইডার্স।
দলগুলো ছয়জন করে ক্রিকেটার আগেই নিশ্চিত করেছে।
যাদের মধ্যে চারজনকে আগের মৌসুম থেকে ধরে রাখার সুযোগ ছিল।
আরো দুজন ক্রিকেটার যারা আগের মৌসুমে খেলেননি তাদের সাথে সরাসরি চুক্তি করার সুযোগ ছিল।
আরো পড়ুন:
ছবির উৎস, আশিক ইব্রাহিম
রাজধানী ঢাকার একটি হোটেলে আয়োজিত হয়েছে এই ড্রাফট।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে বড় নামগুলোর সাথে আগেই চুক্তি থাকায় নিলামের দিন মূলত বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে কাড়াকাড়ি হয়েছে দলগুলোর মধ্যে।
শহীদ আফ্রিদি খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে।
নিলামের আগে কেবল মাত্র মুশফিকুর রহিমের দল নিয়ে সংশয় ছিল। কিন্তু ড্রাফট শুরুর আগেই চিটাগং ভাইকিংস মুশফিককে দলে নেয়।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসের তৃতীয় সফলতম ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
সিলেট সিক্সার্স আফিফ হোসেনকে দলে নিয়েছে।
সৌম্য সরকারকে নিয়েছে রাজশাহী কিংস।
মোসাদ্দেক হোসেন সৈকতের দল চিটাগং ভাইকিংস।
আবু হায়দার রনির ঠিকানা কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
জহুরুল ইসলাম ও অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটার শরিফুল ইসলামকে দলে নিয়েছে খুলনা টাইটানস।
আফগানিস্তান প্রিমিয়ার লিগে ছয় বলে ছয়টি ছক্কা হাকানো হজরতুল্লাহ যাযাই যোগ দেবেন ঢাকা ডায়নামাইটসে।