বিএনপি নেত্রী খালেদা জিয়ার অনুপস্থিতিতেই চলবে বিচার কাজ: আদালত

ছবির উৎস, MUNIR UZ ZAMAN
খালেদার অনুপস্থিতিতেই চলবে বিচার কাজ
বাংলাদেশের একটি আদালতে আজ সোমবার জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলা রায়ের জন্য কারাবন্দী খালেদা জিয়ার অনুপস্থিতিতে এই মামলাটির বিচার চলবে বলে জানিয়ে দিয়েছে।
দুদকের আইনজীবী খুরশীদ আলম জানিয়েছেন এর ফলে রায় দিতে কোন বাধা থাকবে না।
এদিকে আজকে এই রায় ঘোষণার দিন ধার্য রয়েছে।
বিএনপি নেত্রী খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম চালিয়ে যাওয়ার বিচারক আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেছিলেন খালেদা জিয়ার আইনজীবীরা, যে আবেদন হাইকোর্ট খারিজ করে দেয়।
২০১০ সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-এ অর্থের উৎস নিয়ে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন।
দীর্ঘ অনুসন্ধানের পর ২০১১ সালের আগস্ট মাসে দুর্নীতি দমন কমিশন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাটি দায়ের করে। ২০১৪ সালের মার্চ মাসে এ মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হয়।
এরপর মামলার কার্যক্রম স্থগিতে আবেদন জানিয়ে উচ্চ আদালতে যান খালেদা জিয়ার আইনজীবীরা ।
আরো পড়ুন: