ফটোগ্যালারি: বছরের সেরা কিছু খবরের ছবি
২০১৮ সালের কিছু সেরা ছবি এখানে তুলে ধরা হয়েছে, যেগুলো যুক্তরাজ্যের খবরের ছবি হিসাবে বেশ আলোচনা তৈরি করেছিল।

ছবির উৎস, JACK TAYLOR / GETTY IMAGES
মডেল জেসি বেকারের নাকেও ওপর জুড়ে বসেছে একটি নীল প্রজাপতি
ছবির উৎস, JANE BARLOW / PA
স্কটল্যান্ডের শ্বেটল্যান্ড দ্বীপে জানুয়ারি মাসের ভাইকিং উৎসবে জুনিয়ার আর্ল স্কোয়াডের সদস্যরা জ্বলন্ত মশাল বহন করছেন
ছবির উৎস, OWEN HUMPHREYS / PA
ফেব্রুয়ারি মাসে বেশ কয়েক মিটার তুষার জমে যাওয়ার পর নর্থাম্বারল্যান্ডের বাসিন্দারা কুকুর নিয়ে, বরফের ওপর হাটতে বেরিয়েছেন
ছবির উৎস, BEN STANSALL / AFP
সাবেক রাশিয়ান গুপ্তচর সের্গেই স্ক্রিপ্যাল এবং তার মেয়ে ইয়ুলিয়া স্ক্রিপালকে গুরুতর অসুস্থ অবস্থায় পাওয়ার পর, তাদের বসে থাকা বেঞ্চের ওপর একটি তাবু স্থাপন করছেন জরুরি সেবা বিভাগের কর্মীরা।
ছবির উৎস, CHARLES MCQUILLAN / GETTY IMAGES
আয়ারল্যান্ডের পোর্টাডাউনে বার্ষিক 'কাদায় পাগলামি' উৎসবে অংশ নেয়া একজন প্রতিযোগী
ছবির উৎস, CHRIS JACKSON / GETTY IMAGES
সদ্য জন্ম নেয়া প্রিন্স লুইকে সঙ্গে নিয়ে সেন্ট মেরি হাসপাতালে ডাচেস অব কেমব্রিজ, যে ব্রিটিশ রাজপরিবারের পঞ্চম উত্তরাধিকারী
ছবির উৎস, AARON CHOWN / AFP
উইন্ডসর ক্যাসেলে বিয়ের পর প্রিন্স হ্যারি ও মেগান মার্কল ডিউক ও ডাচেস অফ সাসেক্স
ছবির উৎস, ANTHONY DEVLIN / GETTY IMAGES
বেকটন ভেলে বড় ধরণের বুনো আগুনের পেছন দিকে আকাশে উঠতে শুরু করেছে বিশাল আকারের চাঁদ। ছবিটি জুন মাসে তোলা
ছবির উৎস, CHRIS JACKSON / GETTY IMAGES
ট্রেটাওয়ার কোর্ট পরিদর্শনের সময় প্রিন্স অব ওয়েলসের সঙ্গে সেলফি তুলছেন সেখানকার একজন স্থানীয় বাসিন্দা
ছবির উৎস, MINISTRY OF DEFENCE VIA GETTY IMAGES
লন্ডনে রয়্যাল এয়ারফোর্সের শততম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের সময় বাকিংহ্যাম প্যালেসের ওপর বিমানগুলো বর্ণিল তীর চিহ্ন তৈরি করেছে
ছবির উৎস, STEFAN ROUSSEAU / PA
প্রথম আনুষ্ঠানিক যুক্তরাজ্য সফরে ডোনাল্ড ট্রাম্প যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে'র শেকোয়েরের বাড়িতে যাচ্ছেন
ছবির উৎস, IAN MACNICOL / GETTY IMAGES
গ্লাসগোতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত পর্বে স্পেনের সাঁতারু দল
ছবির উৎস, JEFF J MITCHELL / GETTY IMAGES
কনজারভেটিভ পার্টির সম্মেলনে বক্তৃতা দিতে মঞ্চে ওঠার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে'র নাচ
ছবির উৎস, DANNY LAWSON / PA
লেবার নেতা জেরেমি করবিন একটি ক্লাইম্বিং গবেষণাগার পরিদর্শনের সময় নিজেও একটি দেয়াল বেয়ে ওঠার চেষ্টা করছেন