ঢাকায় যারা দশটিরও বেশি ভাষায় কথা বলতে পারেন
ঢাকায় যারা দশটিরও বেশি ভাষায় কথা বলতে পারেন
ঢাকায় বঙ্গবাজারে নানান নামী ব্র্যান্ডের জিনস বা শার্ট কমদামে পাওয়া যায় তা হয়ত অনেকেই জানেন। এসব কাপড় কিনতে প্রচুর বিদেশিরা সেখানে যান।
এই বিদেশী ক্রেতাদের সহায়তার জন্য কোন ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই গড়ে উঠেছে দোভাষী ছেলেমেয়ের দল।
দোভাষী হিসাবে কাজ করে ভালো পয়সা আয় করছেন তারা।
সম্প্রতি বঙ্গবাজারে বিদেশীদের আনাগোনা কমায় হুমকিতে পড়েছে এই পেশাটি।
বঙ্গবাজারের এসব দোভাষীদের সাথে কথা বলেছেন বিবিসির শাহনেওয়াজ রকি।
আরো পড়ুন: