পাটকল বেসরকারিকরণে কি লাভ হল
পাটকল বেসরকারিকরণে কি লাভ হল
বাংলাদেশে দ্বিতীয় দফার মতো তিন দিনের একটি ধর্মঘট পালন করছে দেশটির রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিকেরা।
মূলতঃ মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গত কয়েকমাস ধরে শ্রমিকরা আন্দোলন শুরু করলেও সম্প্রতি পাটকলগুলোতে টানা কয়েক সপ্তাহের বেতন বকেয়ার ঘটনায় এই আন্দোলন আরো জোরালো হয়েছে।
বলা হচ্ছে, পাটকলগুলো ক্রমাগত লোকসান দেবার কারণেই এখন শ্রমিকদের বেতন দিতে পারছে না।
কিন্তু সরকারি পাটকলগুলোতে এতো লোকসানের কারণ কি?
আর যেসব পাটকল বেসরকারি মালিকানায় ছেড়ে দেয়া হয়েছে সেগুলোই বা কতটা ভালো চলছে?
দেখুন তাফসীর বাবুর প্রতিবেদন: