নুসরাত হত্যা: নতুন ঘটনা এলে পুরনোটা কি ধামাচাপা পড়ে যায়?
নুসরাত হত্যা: নতুন ঘটনা এলে পুরনোটা কি ধামাচাপা পড়ে যায়?
নারী প্রতি সহিংসতা, যৌন নিপীড়ন বা ধর্ষণের নানা ঘটনায় বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হলেও দেখা যায়, শেষ পর্যন্ত বিচারের হার নামে মাত্র।
নতুন কোনো ঘটনা এবং সময়ের সাথে সাথে গুরুত্ব হারিয়ে ধামাচাপা পড়ে যায় অনেক ঘটনা।
এখন যেমন ফেনির মাদ্রাসা ছাত্রীকে ঘিরে প্রতিবাদ, বিক্ষোভ মানববন্ধন চলছে, একইরকম হয়েছিল তনুর হত্যাকে ঘিরেও।
বাংলাদেশে চাঞ্চল্যকর এসব ঘটনা এবং বিচার নিয়ে কি প্রতিক্রিয়া হচ্ছে?
দেখুন আবুল কালাম আজাদের প্রতিবেদন।