শ্রীলংকায় হামলা: ইস্টার সানডের আনন্দে যখন বিষাদের সুর

শ্রীলংকার রাজধানী কলম্বোসহ কয়েকটি স্থানে দফায় দফায় বিস্ফোরণে শতাধিক মানুষ নিহত হয়েছে। নিহতের সংখ্যা বাড়ছে। গির্জাগুলোতে যখন বিস্ফোরণ হয় তখন ইস্টার সানডে পালনের জন্য অনেকে প্রার্থনায় ছিলেন

ধ্বংসস্তুপের মধ্যে তদন্ত কর্মকর্তাদের একটি দল

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

ধ্বংসস্তুপের মধ্যে তদন্ত কর্মকর্তাদের একটি দল

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

সেন্ট অ্যান্থনি গির্জার কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছে গির্জার টাওয়ারের যে ঘড়ি সেটি সকাল ৮টা ৪৫ মিনিটে বিস্ফোরণের মূহুর্তেই বন্ধ হয়ে যায়, গির্জার টাওয়ারের ঘড়ি আটকে আছে ৮টা ৪৫ মিনিটে

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান,

রাজধানী কলম্বোর নেগোম্বোতে অবস্থিত সেন্ট সেবাস্টিয়ান চার্চে অন্তত ৬৭ জন নিহত হয়েছেন।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

পত্রিকার পাতা জুড়ে হামলার খবর

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

পত্রিকার পাতায় হামলার খবর

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

যে তিনটি বিলাসবহুল হোটেলে রোববার হামলা হয় তার একটি এই কিংসবুড়ি হোটেল, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত একটি অংশ দেখা যাচ্ছে এই ছবিতে

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান,

কলম্বো শহরের কেন্দ্রে অবস্থিত পাঁচ তারকা হোটেল সাংরি লা, কিংসবেরি এবং সিনামন গ্র্যান্ড হোটেলেও বিস্ফোরণ হয়েছে। এটি সাংরি লা হোটেলের চিত্র।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

গির্জাগুলোতে যখন বিস্ফোরণ হয় তখন ইস্টার সানডে পালনের জন্য অনেকে প্রার্থনায় ছিলেন

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান,

সেন্ট অ্যান্থনি গির্জার সামনে দাঁড়িয়ে আছেন বৌদ্ধ ভিক্ষুরা। কলম্বোর কার্ডিনাল আচবিশপের মতে এই গির্জাটি সব ধর্মের মানুষের কাছে জনপ্রিয়

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

আহত নিহতদের ব্যক্তিগত ব্যবহৃত জিনিস এভাবে চিহ্নিত করা হচ্ছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

শ্রীলংকায় হোটেল ও গির্জায় বিস্ফোরণের মধ্যে অন্তত ৮ জন ব্রিটিশ নাগরিক নিহত হয়েছেন।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান,

বিস্ফোরণের ঘটনার পর গির্জার বাইরে ভিড় করেন স্বজনেরা।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান,

খ্রিস্টানরা যাকে মাদার মেরি বলে মানেন, মেরির মূর্তি গির্জার সামনে এভাবে ভেঙে পড়ে আছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

গির্জার সামনে সেনাদের অবস্থান, পাশে পড়ে আছে মাদার মেরি'র মূর্তি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

স্বজনদের খোঁজে গির্জা ও হোটেলের সামনে ভিড় করেন অনেকে

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান,

কলম্বোর গির্জাগুলোতে যখন বিস্ফোরণ হয় তখন ইস্টার সানডে পালনের জন্য অনেকে প্রার্থনায় ছিলেন। এই ঘটনায় শোকে বিহ্বল হয়ে পড়েছে শ্রীলংকার মানুষ।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

শ্রীলংকার কোচিকাডেতে অবস্থিত সেন্ট অ্যান্থনি গির্জা একটি ঐতিহাসিক নিদর্শন। শ্রীলংকার সব ধর্মের মানুষের কাছে এই গির্জাটি বেশ পছন্দের একটি জায়গা। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতি মঙ্গলবার প্রার্থনার জন্য বহু মানুষ এখানে আসে । ১৯ শতকের গোঁড়ার দিকে এ গির্জা নির্মাণ করা হয়। হামলার গির্জারর অবস্থা।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

আহতদের বিভিন্ন হাসাপাতালে ভর্তি করা হয়েছে

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান,

সব ধর্মের মানুষ একত্রিত হয়ে উদ্ধারকাজে অংশ নিচ্ছেন।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

হামলায় হতবাক এবং বিমর্ষ গির্জার পাদ্রিরা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

হামলার পর আহত এবং নিহতদের বের করা হচ্ছে গির্জা থেকে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

হামলার ঘটনায় মৃতের সংখ্যা সোমবার পর্যন্ত ২৯০

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান,

বাটিকালোয়ার জিয়ন চার্চে বিস্ফোরণের ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

হামলার পর সেন্ট অ্যান্থনি গির্জার বাইরের অবস্থা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

গির্জার বাইরে মোতায়েন সেনা সদস্যরা