টাকা চুরি নিয়ে মোহাম্মেদ ফারাহ ও জেব্রেসেলাসির মধ্যে বিবাদ

২০১৩ সালে গ্রেট নর্থ রানে মো ফারাহ (বামে) ও হেইল জেব্রেসেলাসি (ডানে)

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

২০১৩ সালে গ্রেট নর্থ রানে মো ফারাহ (বামে) ও হেইল জেব্রেসেলাসি (ডানে)

সোমালিয়ায় জন্ম নেয়া ব্রিটিশ দৌড়বিদ মোহাম্মেদ ফারাহ'র সাথে একটি চুরির অভিযোগ নিয়ে ইথিওপিয়ান দৌড়বিদ হেইল জেব্রেসেলাসির মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে।

মূলত ফারাহ তার কিছু ব্যক্তিগত জিনিস যে হোটেল থেকে হারান সেই হোটেলের মালিক হেইল জেব্রেসেলাসি।

ব্রিটিশ দৌড়বিদ মোহাম্মেদ ফারাহ বলছেন, তার অর্থ, একটি ঘড়ি ও দুটো ফোন রুম থেকে হারিয়ে গিয়েছে এবং জেব্রেসেলাসি এ বিষয়ে তাকে কোনো সাহায্য করেননি।

৩৬ বছর বয়সী ফারাহ বলেন, তিনি হেইলের আচরণে অসন্তুষ্ট।

আরো পড়ুন:

জেব্রেসেলাসি আবার তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে এবং তার নিজের মানহানি ও ব্যবসার খ্যাতি নষ্ট চেষ্টা করা হয়েছে বলে পাল্টা অভিযোগ জানান।

ইথিওপিয়ায় একটি অনুশীলনে অংশ নেন ফারাহ।

"সত্যি কথা বলতে, হেইল এই হোটেলের মালিক, সেখানে আমি তিন মাস ছিলাম, এটা খুবই দুঃখজনক যে এমন একজনের হোটেলে থেকে আমি কোনো সাহায্য পেলাম না," বলছিলেন মোহাম্মেদ ফারাহ।

২৩শে মার্চ এই চুরির ঘটনার কথা জানান ফারাহ।

১০ হাজার মিটার দৌড়ে দুইবার অলিম্পিক জয়ী জেব্রেসেলাসি ফারাহ'র বিপক্ষে আইনি পদক্ষেপ নেবেন বলে জানা গেছে।

লন্ডন ম্যারাথনের প্রেস কনফারেন্সের পর ফারাহ জেব্রেসেলাসিকে একটি ক্ষুদেবার্তা পাঠান যেটি একটি ব্ল্যাকমেইল বলে দাবি করছেন জেব্রেসেলাসি।

জেব্রেসেলাসি বলেন এই হোটেলে থাকা অতিথিদের আগেই বলে রাখা হয় যে তারা ৩৫০ ডলারের বেশি হাতে রাখলে সেটা যাতে ঘোষণা দেয়া হয়।

সেক্ষেত্রে সেটা নিরাপদে রাখার দায়িত্ব নেবে হোটেল কর্তৃপক্ষ।

কিন্তু জেব্রেসেলাসির মতে ফারাহ সেটা নিজের কাছে রাখার সিদ্ধান্ত নেন, যেটার জন্য হোটেল দায়ি নয়।

এই চুরির ঘটনায় হোটেল কর্তৃপক্ষ ব্যবস্থা নেয় বলেও জানান জেব্রেসেলাসি। পাচঁজন কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় এবং তদন্তের পর অভিযোগ তুলে নেয়া হয়।

জেব্রেসেলাসির অভিযোগ ফারাহকে ৫০ শতাংশ ছাড় দেওয়ার পরেও ফারাহ ৮১ হাজার ইথিওপিয়ান মুদ্রা, যা ২ হাজার ১শ ৭০ পাউন্ড পরিশোধ না করে চলে যান।

ফারাহ'র একজন মুখপাত্র বলেন, জেব্রেসেলাসির অভিযোগে সালাহ বেশ অসন্তুষ্ট এবং এই চুরির ব্যাপারে যে অনাগ্রহ তারা দেখিয়েছেন সেটাও তারা মেনে নিতে পারছেন না।

বিবিসি বাংলার অন্যান্য খবর: