মিয়ানমার কেন বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে পারছে না
- আকবর হোসেন
- বিবিসি বাংলা, ঢাকা

ছবির উৎস, Getty Images
বাংলাদেশে শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের অনিশ্চিত ভবিষ্যৎ।
রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে রাজী করানোর জন্য মিয়ানমারের একটি প্রতিনিধি দল গত দু'দিন (বুধ ও বৃহস্পতিবার) যাবৎ উখিয়ার শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গাদের সাথে আলোচনা করলেও কোন লাভ হয়নি।
সেই পুরনো ইস্যুতেই আটকে আছে রোহিঙ্গা প্রত্যাবাসনের চেষ্টা।
মিয়ানমার এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট বা আসিয়ানভূক্ত দেশগুলোর ১৫ সদস্যের একটি যৌথ প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থীদের সঙ্গে আলোচনা চালায়।
এই প্রতিনিধি দলে নয়জন সদস্য ছিলেন মিয়ানমারের এবং আসিয়ান প্রতিনিধি দলে ছিলেন ছয়জন। মিয়ানমার প্রতিনিধি দলে নেতৃত্বে দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মহাপরিচালক।
গণহত্যার অভিযোগে দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিচার শুরু হওয়ার কয়েকদিন পরেই এই দুটো প্রতিনিধি দল বাংলাদেশে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথাবার্তা বললো।
মিয়ানমার আসিয়ানের অন্য সদস্য দেশগুলোকে দেখাতে চায় যে তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চেষ্টা করছে।
মিয়ানমারের প্রতিনিধি দল রোহিঙ্গাদের প্রস্তাব দিয়েছে যে মিয়ানমারে তাদের জন্য দুটি 'অভ্যর্থনা কেন্দ্র' তৈরি করা হয়েছে। দেশে ফিরে গেলে তাদেরকে কিছুদিন সেখানে রাখা হবে এবং পর্যায়ক্রমে তাদের বাড়িতে ফিরতে দেয়া হবে।
সেজন্য তাদের 'ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড' দেয়া হবে অস্থায়ীভাবে। এরপর রোহিঙ্গাদেরকে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে।
কিন্তু রোহিঙ্গারা এসব প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, মিয়ানমার আবারো সেই 'পুরনো খেলা' খেলছে।
মিয়ানমারের কাছে বক্তব্য তুলে ধরেছেন রোহিঙ্গা শরণার্থীদের একজন প্রতিনিধি মো: রফিক।
তিনি বিবিসি বাংলাকে বলেছেন, সম্প্রতি জাতিসংঘের আদালতে মিয়ানমারের বিপক্ষে অভিযোগ দায়ের হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালত রোহিঙ্গা গণহত্যার তদন্ত নিয়ে তৎপর হয়েছে।
ছবির উৎস, Getty Images
লেখাপড়া ছাড়াই বেড়ে উঠছে রোহিঙ্গা শিশু।
আরো পড়তে পারেন:
এসব বিষয় থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি ভিন্ন দিকে ঘোরানোর জন্যই মিয়ানমার প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্পে এসেছে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, রোহিঙ্গারা মনে করে মিয়ানমার সরকার তাদের ফিরিয়ে নিতে চায় না। সেজন্য তারা নানা 'টালবাহানা এবং সময় ক্ষেপণের' আশ্রয় নিয়েছে।
"আমাদের বাপ-দাদা সবাই ওখানকার। আমাদের এখানে থাকতে ইচ্ছা করে না। কিন্তু নিরাপত্তা না হলে আমরা কিভাবে ফেরত যাব?" প্রশ্ন তোলেন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মি: রফিক।
মিয়ানমার প্রতিনিধি দলের সফর প্রসঙ্গে বাংলাদেশের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক বিষয়ক কমিশনার মাহবুব তালুকদার বলেন, রোহিঙ্গারা ফিরে যেতে রাজী এবং সে কথা তারা জানিয়েছে।
তবে রোহিঙ্গারা তাদের নিরাপত্তা এবং অধিকার চায়।
মি: তালুকদার বলেন, "তারা (মিয়ানমার দল) রোহিঙ্গাদের দাবি শুনে গেছে। এরপর দেশে ফিরে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে। গত বছর যে আলোচনা হয়েছিল, এ সফর সেটার ধারাবাহিকতা।"
রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেবার প্রচেষ্টা এরই মধ্যে দুই দফা ব্যর্থ হয়েছে। তৃতীয় দফায় আবারও রোহিঙ্গা প্রত্যাবাসনের চেষ্টা করছে বাংলাদেশ সরকার।
শরণার্থী বিষয়ক কমিশনার বলেন, প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের সাথে বাংলাদেশ সরকার আলোচনা অব্যাহত রেখেছে।
আরো পড়তে পারেন:
শান্তির প্রতীক এখন গণহত্যার অভিযোগের বিরুদ্ধে লড়ছেন