জোয়ানার বাগানে একশো জাতের ভেষজ ও মসলা গাছ

জোয়ানার বাগানে একশো জাতের ভেষজ ও মসলা গাছ

শহুরে মালী জোয়ানার বাগানে একশো ভেষজ ও মসলা জাতের গাছ আছে।

সিঙ্গাপুরে যে এলাকায় তিনি থাকেন সেখানে একমাত্র তার বাড়িতেই সবুজ বাগান আছে।

তিনি বলেন যারা বাগান করে তার ধারণা তারা বেশি সুখী হয়।

কারণ তার মতে প্রকৃতির সঙ্গে মানুষ মজ্জাগত ভাবেই সম্পৃক্ত।

বিস্তারিত দেখুন এই ভিডিওতে।