করোনাভাইরাস: ব্রিটেনে মরদেহ বহনের ব্যাগের আকাল

ছবির উৎস, Shutterstock
মরদেহ বহনের ব্যাগ।
ব্রিটেনে করোনাভাইরাসে মৃত ব্যক্তিদের দেহ বহনের ব্যাগ ফুরিয়ে আসছে।
মর্গে সরঞ্জাম সরবরাহ করে যেসব প্রতিষ্ঠান তারা বিবিসিকে এ খবর দিয়েছে।
তারা বলছে, একদিকে মরদেহ বহনের ব্যাগ মজুদ করা হচ্ছে, অন্যদিকে বিদেশ থেকে আগামী কয়েক সপ্তাহ ধরে এধরনের ব্যাগ আমদানি করা সম্ভব হবে না।
ব্রিটিশ স্বাস্থ্য বিভাগ এনএইচএস যদিও বলছে তাদের হাতে যথেষ্ট বডি ব্যাগ রয়েছে। কিন্তু স্বাস্থ্য কর্মীরা জানাচ্ছেন এই ব্যাগের অভাবে তাদেরকে কাপড় দিয়ে মরদেহ মুড়ে রাখতে হচ্ছে।
ইংল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগ বলছে, রোগীর মৃত্যুর সাথে সাথে কোভিড-১৯ জীবাণু ধ্বংস হতে শুরু করে। ফলে মরদেহ স্থানান্তরের কাজে বডি ব্যাগ ব্যাবহারের প্রয়োজন আর থাকে না।
'বারবার মেডিকেল' হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যারা মর্গে সরঞ্জাম সরবরাহ করে। এনএইচএস-এর সাথে এই কোম্পানির চুক্তি রয়েছে।
তারা বলছে, চেন লাগানো বড়ি ব্যাগ পেতে এখন সমস্যা হচ্ছে এবং এই ব্যাগ সব জায়গায় পাওয়া যায় না।
ছবির উৎস, Getty Images
ব্রিটেনে করোনাভাইরাস-বিরোধী প্রচার অভিযান।
এনএইচএস-এর আরেকটি বড় সরবরাহকারী কোম্পানি বলছে, হাসপাতাল এবং ফিউনারাল হোমগুলো এখন বডি ব্যাগের জন্য হন্যে হয়ে ঘুরছে।
মরদেহ বহনের ব্যাগগুলো তৈরি হয় চীনে। ব্রিটেনে এগুলো পৌঁছুতে সময় লাগে অন্তত ছয় সপ্তাহ।
বিমানে উড়িয়ে আনতে গেলে এর দাম অনেক বেশি পড়ে যায়।
কোম্পানিটি বলছে, তারা নিজেরাই এই ব্যাগ তৈরির করার কথা বিবেচনা করছিল।
কিন্তু প্লাস্টিকের যে পর্দা দিয়ে এই ব্যাগ তৈরি হয় সেটা এখন আমদানি করা যাচ্ছে না।