বাবু বা বেবি আসল নাম না তাদের, তবু বাসায় এই নামে পরিচিত তারা
বাবু বা বেবি আসল নাম না তাদের, তবু বাসায় এই নামে পরিচিত তারা
ছোটবেলা থেকে সনদে লিখিত নাম থাকা সত্ত্বেও অনেকেরই বাসায় ডাকনাম হয়ে যায় 'বাবু' বা 'বেবি'।
আসল নামের পরিবর্তে এমন নাম নিয়ে তাদের অভিজ্ঞতা কী?
সেটি জানার চেষ্টা করেছেন বিবিসির রায়হান মাসুদ।
আরো পড়তে পারেন: 'বাবু খাইছো': কেন এ ধরনের গান বাংলাদেশে তরুণদের আকৃষ্ট করছে