বাংলাদেশে নতুন করে দেড় হাজার করোনাভাইরাসের রোগী শনাক্ত

ছবির উৎস, Getty Images
করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক পরে চলাফেরার নির্দেশ দেয়া হচ্ছে।
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২১ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৫ হাজার ২৭২ জনের মৃত্যু হল।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১,৫০৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।
এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ৬৪ হাজার ৯৮৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় প্রতি ১১,৪২০ জনের নমুনা পরীক্ষায় ১৩.২০% এর মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা নমুনার মধ্যে ১৮.৬৩% এর মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১,৫৯১ জন।
বাংলাদেশে এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ৭৮ জন।
সুস্থতার হার ৭৫.৯১% বলে জানানো হয়েছে। অন্যদিকে মৃত্যুহার ১.৪৪%।