করোনা ভাইরাস: বাংলাদেশে ২৪ ঘণ্টায় আরো ২০ জনের মৃত্যু

ছবির উৎস, Getty Images
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
এই সময়ে নতুন করে আরও ১,৪৪১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।
এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৫,৪৬০ জনের মৃত্যু হলো।
আর এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ৭৪ হাজার ৫৯২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাস থেকে সুস্থতার হার বাড়ছে।
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১, ৬৮৫ জন।
প্রতি ১০০ জন আক্রান্তের মধ্যে ৭৬.৯৭ জনের বেশি সুস্থ হয়ে উঠছেন।
বাংলাদেশে এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৩১৬ জন।
ছবির উৎস, Bangladesh Health Directorate
স্বাস্থ্য বিভাগের আজকের তথ্য
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত দেশটিতে মোট নমুনা পরীক্ষা হয়েছে ২০ লাখ ৩৯ হাজার ৪১৩ জনের।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার প্রতি ১০০ টিতে ১১.৪৩ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আর এখন পর্যন্ত পরীক্ষা করা নমুনার মধ্যে ১৮.৩৭ শতাংশের মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ, ৭ জন নারী। এ পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ৪,২১৩ জন আর নারী ১,২৪৭ জন।