টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ: বাংলাদেশ দলের হার দিয়ে শুরু, হার দিয়ে শেষ

ছবির উৎস, Alex Davidson
অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে পাত্তাই পেল না বাংলাদেশ।৮ উইকেটে হেরে গেছে মাহমুদুল্লাহ রিয়াদের দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে পাত্তাই পেল না বাংলাদেশ। আট উইকেটে হেরে গেছে মাহমুদুল্লাহ রিয়াদের দল।
টসে জিতে অ্যারন ফিঞ্চ ফিল্ডিং নেন।
বাংলাদেশের ব্যাটসম্যানরা একে একে উইকেট বিলিয়ে দিয়ে আসেন।
লিটন দাস গোল্ডেন ডাক, অর্থাৎ এক বল খেলে কোনও রান না করে মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে যান।
সৌম্য সরকারও ৫ রান করে বোল্ড হন হ্যাজলউডের বলে।
আফিফ হোসেন পরপর দুই ম্যাচে কোনও রান না করে আউট হয়ে যান।
শেখ মেহেদীও গোল্ডেন ডাক হয়ে প্যাভিলিয়নে ফেরেন।
নাইম শেখ, মাহমুদুল্লাহ রিয়াদ ও শামিম হোসেন শুধু দুই অঙ্কের রান পান।
জবাবে অস্ট্রেলিয়ার হয়ে মারকুটে ব্যাটিং শুরু করেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। দুই জন মিলে ৫ ওভারে ৫৮ রানের জুটি গড়েন।
অনায়াসেই ১৩ ওভার ৪ বল বাকি রেখে জয় পায় অস্ট্রেলিয়া।