কপ২৬: ধনী দেশগুলোর অঙ্গিকারে কতটা ভরসা রাখা যায়?
কপ২৬: ধনী দেশগুলোর অঙ্গিকারে কতটা ভরসা রাখা যায়?
গ্লাসগোতে জলবায়ু সম্মেলনে প্রায় সমস্ত ধনী দেশের নেতারা একসাথে জড়ো হয়ে অঙ্গিকার করেছেন জলবায়ু পরিবর্তনের মহাদুর্যোগ এড়াতে তারা এবার সত্যিই তৎপর হবেন।
তারা নিজেরা কার্বন নিঃসরণ কমাবেন এবং তেল-কয়লার ওপর নির্ভরতা কমাতে দরিদ্র দেশগুলোতে সাহায্য করবেন।
জলবায়ু পরিবর্তনে বিপর্যস্ত দেশগুলো নতুন করে দেওয়া এসব অঙ্গিকারে কতটা ভরসা করতে পারে? - গ্লাসগোতে বিবিসির শাকিল আনোয়ার সেটি জানতে চেয়েছিলেন সেখানে উপস্থিত বিশেষজ্ঞদের কাছে।
আরো পড়ুন: