দেখতে সুন্দর হলেও লায়নফিশকে কেন মেরে ফেলতে বলা হচ্ছে?
দেখতে সুন্দর হলেও লায়নফিশকে কেন মেরে ফেলতে বলা হচ্ছে?
বিচিত্র আকৃতি ও রঙের সামুদ্রিক মাছ লায়নফিশ দেখতে খুব সুন্দর। কিন্তু এর গায়ে যে পাখনা, তার কাটাগুলো বিষাক্ত।
তা ছাড়া এরা রাক্ষুসে ধরনের মাছ, এবং অন্য জলজ প্রাণীর বাসস্থানে গিয়ে সামনে যা পাওয়া যায় সব খেয়ে ফেলতে এরা ওস্তাদ।
এই লায়নফিশকে ক্যারিবিয়ান সাগরে ঢোকার পর বিপুলসংখ্যায় বংশবৃদ্ধি এবং অন্য মাছ খেয়ে উজাড় করে ফেলার জন্য এদের দায়ী করা হচ্ছে ।
সে কারণে এই লায়নফিশের মোকাবিলার জন্য নেমেছেন একদল মাছশিকারী।